অভ্যুত্থান প্রচেষ্টার সময় নিখোঁজ তুরস্কের সেনা প্রধান জেনারেল হুলুসি আকারকে উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী।
শুক্রবার ( ২৫) রাতে অভ্যুত্থান প্রচেষ্টা শুরুর পরপরই বিদ্রোহী সেনাদের একটি গ্রুপ তাকে জিম্মি করে আনকারার একিনসিলার বিমান ঘঁটিতে নিয়ে যায়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে তুরস্কের সেনাবাহিনীর সদস্যরা। একিনসিলার বিমান ঘাঁটি তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে ৩৫ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত।
এর আগে সেনা প্রধান নিখোঁজ হওয়ার ঘটনায় তুরস্কের ভারপ্রাপ্ত সেনা প্রধান হিসেবে জেনারেল উমিত দুনদারকে নিয়োগ দিয়েছিলো সরকার।




Discussion about this post