একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নড়াইলের আবদুল ওহাব ও ওমর আলীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী ৫ অক্টোবর দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের আইনজীবীদের এক আবেদনের প্রেক্ষিতে চেয়ারম্যান বিচারপতি মো. আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই দিন নির্ধারণের আদেশ দেন।
এ সময় আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তিন মাসের সময় আবেদন করেন প্রসিকিউশন। পরে ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণের আদেশ দেন।
তবে এর আগে ট্রাইব্যুনালে আসামিদের বিরুদ্ধে অগ্রগতি তদন্ত প্রতিবেদন দাখিল করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা ও প্রসিকিউটর সাহিদুর রহমান।
মামলার দুই আসামি আবদুল ওহাব ও ওমর আলীকে ট্রাইব্যুনালের এজলাশে কাঠগড়ায় হাজির করা হয়েছিল।
আসামিদের বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিভিন্ন অভিযোগে তদন্ত চলছে। তাই সুষ্ঠ তদন্তের জন্য উক্ত আসামিদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।
যুদ্ধপরাধী মামলার এ দুই আসামি আগে থেকেই বিশেষ ক্ষমতা আইনের মামলায় নড়াইলে গ্রেপ্তার ছিলেন। তবে ট্রাইব্যুনালের আদেশের পর তাদেরকে যুদ্ধাপরাধী মামলায় আটক দেখানো হয়েছে।




Discussion about this post