গুলশানের হলি আর্টিসানে জঙ্গি হামলার ‘মূল হোতাদের’ সম্পর্কে তথ্যসূত্র পেয়েছে পুলিশ। তাদের গ্রেপ্তার এখন ‘সময়ের ব্যাপার’ বলে উল্লেখ করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার (২৪ জুলাই) তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘গুলশানের হলি আর্টিসানে কিভাবে হামলা হয়েছে, কারা করেছে তাদের তথ্যসূত্র পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার এখন সময়ের ব্যাপার মাত্র।’
তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলের গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করা হয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সবমিলিয়ে বলা যায়, তদন্তে যথেষ্ঠ অগ্রগতি হয়েছে।’




Discussion about this post