মিউনিখে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর দেশটিতে অস্ত্র বিক্রি আইন কঠোর ও নিয়ন্ত্রণ করার পরিকল্পনা করছেন জার্মানির উর্ধ্বতন নেতারা।
শুক্রবার মিউনিখের অলিম্পিয়া শপিং সেন্টারে চালান হামলায় নয়জন নিহত হয়েছে এবং ২৭ জন আহত হয়েছে। ওই হামলা চালিয়েছি ১৮ বছরের আফগান বংশোদ্ভূত এক জার্মান তরুণ। হামলার পর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে ওই তরুণ। তবে ওই হামলার সঙ্গে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে জার্মান পুলিশ। পশ্চিম ইউরোপে গত এক সপ্তাহের মধ্যে এটি ছিল তৃতীয় হামলা।
জার্মান ভাইস চ্যান্সেলর এবং বামপন্থি সোসাল ডেমোক্রেট নেতা সিগমার গাব্রিয়েল স্থানীয় এক পত্রিকাকে (Funke Mediengruppe) দেয়া সাক্ষাৎকারে বলেছেন,‘আমরা মারাত্মক আগ্নেয়াস্ত্র বিক্রি সীমিত ও নিয়ন্ত্রণ করার জন্য সব ধরনের চেষ্টা অব্যাহত রাখব।’ তিনি এ ধরনের হামলা রুখতে ‘অস্ত্র নিয়ন্ত্রণকে একটি বড় ইস্যু’ হিসেবেও উল্লেখ করেছেন।
অন্য এক সাক্ষাৎকারে জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী থমাস ডি মেইজেরি বলেছেন, মিউনিখ হামলার পর জার্মান অস্ত্র আইন সংস্কারের পরিকল্পনা করছে তার সরকার। তারা এ ক্ষেত্রে প্রয়োজনীয় ও যুগোপযোগী আইন প্রণয়নে আগ্রহী।




Discussion about this post