সম্প্রতি টেলিভিশন চ্যানেলে টকশোতে ও বিভিন্ন অনুষ্ঠানে জঙ্গি তৎপড়তা নিয়ে পুলিশের কাজ নিয়ে অনেকেই নানা ধরনের প্রশ্ন তুলেছেন। এদের জঙ্গি মদদদাতা হিসেবে মনে করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
রোববার (২৪ জুলাই) তিনি নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘টেলিভিশন চ্যানেলে টকশোতে ও বিভিন্ন অনুষ্ঠানে অনেকেই আমাদের কাজ নিয়ে নানা ধরনের প্রশ্ন তোলেন। পুলিশ প্রজাতন্ত্রের রক্ষাকারী। কেউ পুলিশের ওপর নাখোশ হলে মনে করা হবে তারা জঙ্গিবাদের মদদদাতা। চলমান জঙ্গিবাদে তাদের সম্পৃক্ততা আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।’
‘২৪ ঘণ্টা বা ৪৮ ঘণ্টার মধ্যে অ্যাটাক হবে এমন তথ্য দিয়ে একটি কুচক্রী মহল জনসাধারণের মনে বিভ্রান্তি ছড়াচ্ছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’ যোগ করেন ডিএমপি কমিশনার।
তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন মার্কেটে, শপিংমলে নিরাপত্তা জাল তৈরি করা হয়েছে। কেউ এই জাল ভেদ করে কোনো প্রকার নাশকতা তৈরি করতে পারবে না।’ পুরো রাজধানীর নিরাপত্তা ব্যবস্থাই ঢেলে সাজানো হচ্ছে বলে জানান তিনি।




Discussion about this post