নারায়ণগঞ্জে সাত খুন মামলায় অব্যাহতি প্রাপ্ত আনোয়ার হোসেন আশিককে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। আশিক মামলার প্রধান আসামি নূর হোসেনের ক্যাডার হিসেবে পরিচিত। রবিবার বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আনোয়ার হোসেন আশিক সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই ) ওমর ফারুক জানান, আশিকের বিরুদ্ধে ভাঙচুর, জ্বালাও পোড়াও ও মারামারিসহ সাত মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে ১৫ থেকে ২০টি মামলা রয়েছে।




Discussion about this post