ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা এলাকায় র্যাব সদস্যদের বহনকারী মাইক্রোবাসে ডাকাতদলের হামলার ঘটনা ঘটেছে। পরে র্যাব ও ডাকাতদলের পাল্টাপাল্টি গুলি বিনিময়ে তিন ডাকাত সদস্য নিহত হয়েছে। এতে আহত হয়েছেন র্যাবের দুই সদস্যও।
শুক্রবার দিনগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাঁচটি অস্ত্র, তিনটি পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র, ডাকাতি করা ১১ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ বেশকিছু জিনিসপত্র উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ সূত্র জানায়, মিরসরাই এলাকায় মাইক্রোবাসে করে টহল দিচ্ছিল র্যাবের একটি দল। এ সময় সড়কে ওৎপেতে থাকা ডাকাতদল র্যাবের গাড়িটিকে সাধারণ যাত্রী পরিবহনকারী গাড়ি মনে করে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকায়। তারপর হামলা চালিয়ে মাইক্রোবাসটির একটি চাকা ফুটো করে দেয়ে। পরে র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে পাল্টা হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে ডাকাতদলের তিন সদস্য গুরুতর আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় আহত হয়েছেন র্যাবের দুই সদস্যও।
পরে ঘটনাস্থলে ডাকাতদলের ফেলে যাওয়া পাঁচটি অস্ত্র, তিনটি পিস্তল, দুটি ওয়ান শ্যুটার গানসহ ডাকাতি করা বিপুল পরিমাণ জিনিসপত্র উদ্ধার করে র্যাব।
র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতদল র্যাবের টহলগাড়িতে হামলা চালিয়ে গাড়ির চাকা ফুটো করে দেয়। পরে র্যাব সদস্যরা নেমে পাল্টা হামলা চালালে দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গুলি বিনিময় হয়। এতে তিন ডাকাত নিহত হন। একই ঘটনায় র্যাবের দুই সদস্যও আহত হয়েছেন।
নিহত ডাকাত দলের তিন সদস্যের মরদেহ মিরসরাই থানায় রাখা হয়েছে।



Discussion about this post