আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সদস্য আব্দুর রহমান হাওলাদার। বুধবার (২ নভেম্বর) আব্দুর রহমান হাওলাদার সাংবাদিকদের জানান, গত ৩১ অক্টোবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুরু থেকে থাকা এই প্রসিকিউটর গণমাধ্যমকে জানান, ঢাকা আইনজীবী সমিতির ২০১৭-১৮ সেশনের নির্বাচনে প্রার্থী হবো। তাই মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি। এখন নিয়ম-কানুন অনুযায়ী মন্ত্রণালয়ের এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবেন।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ মো. জহিরুল হক বলেন, আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) প্রসিকিউটর আব্দুর রহমানের পদত্যাগপত্র নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে।
সম্প্রতি প্রধান বিচারপতি বলেছেন ট্রাইব্যুনালের প্রয়োজন ফুরিয়ে গেছে। তাই এ বি সি ডি পর্যায়ের রাজাকারদের বিচারের জন্য জেলা জজ কোর্ট পর্যায়ে মামলা পরিচালনা করা যেতে পারে।
তার কয়েক দিন পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বর্তমানে ট্রাইব্যুনালে এত লোকবলের প্রয়োজন আছে বলে মনে করি না। এ কথার বলার কয়েকদিনের মধ্যে ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন আব্দুর রহমান হাওলাদার।
এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি অসদাচরণ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোহাম্মদ আলীকে বরখাস্ত করা হয়েছিল ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে। তিনি ফাঁসি কার্যকর হওয়া জামায়াতের আমির নিজামীর মামলার দায়িত্বে ছিলেন।
অপর এক প্রসিকিউটর সিনিয়র আইনজীবী সৈয়দ রেজাউর রহমান প্রসিকিউটর টিমে থাকার পরও তিনি দেশের গুরুত্বপূর্ণ মামলা পরিচালানা করার জন্য পদত্যাগ না করেও সরে দাঁড়ান। এছাড়া প্রসিকিউশন টিম থেকে প্রসিকিউটর সাইফুল ইসলাম বিদেশে পাড়ি জমিয়েছেন।
Discussion about this post