>
হবিগঞ্জের মাধবপুরে মন্দিরে হামলা ও ভাঙচুরের অভিযোগে আরও চারজনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে ৭ জনকে আটক করা হলো। শনিবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জেলার মাধবপুর উপজেলার সুলতানপুর গ্রামের সৈয়দ মামুন মিয়া (৪২), একই গ্রামের উসমান গণি (৩৬), একই উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইয়াসিন মিয়া (২০) ও হরিশ্যামা গ্রামের শুকুর আলী (২৮)।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির আলম জানান, মন্দিরে হামলার অভিযোগে তাদের আটক করা হয়েছে। বর্তমানে থানায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত রবিবার ব্রাহ্মণবাড়িয়ার জেলার নাসিরনগরে এক যুবক ফেসবুকে কাবা শরীফকে নিয়ে ব্যাঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে মাধবপুরে প্রতিবাদ সভাশেষে একদল যুবক বাজারে কালিমন্দিরে হামলা ও ভাঙচুর করে। এ ঘটনার পর পুলিশ বাদী হয়ে ২শ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করে।
Discussion about this post