মায়ের সঙ্গে অভিমান করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মোহসীনা মেধা নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ জানুয়ারি) ভোরে রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় নিজেদের বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
মেধা আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ বলেন, ওই ছাত্রীর মৃত্যুর খবর পেয়েছি। বিভাগের কিছু শিক্ষার্থী জানিয়েছেন, মেধা পারিবারিক সমস্যার কারণে আত্মহত্যা করেছেন বলে তারা জেনেছেন।
নাখালপাড়ায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকলেও তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়।





Discussion about this post