রেক্সিট প্রক্রিয়া কার্যকরে পার্লামেন্টে মতামত অবশ্যই প্রয়োজন বলে মত দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট বলেছেন, ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করার আগে সরকারকে অবশ্যই ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন নিতে হবে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী থেরেসা মে পার্লামেন্টের সম্মতি না পেলে তার নির্বাহী ক্ষমতাবলে লিসবন চুক্তির আর্টিকেল ৫০ প্রয়োগ করে ইইউ থেকে বিচ্ছেদের দর কষাকষি শুরু করতে পারবে না।
তবে বর্তমান সরকার ৩১ মার্চের মধ্যে ওই প্রক্রিয়া শুরু করার ঘোষণা দিয়েছিল।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন লাগবে। তবে স্কটিশ পার্লামেন্ট এবং ওয়েলস কিংবা উত্তর আয়ারল্যান্ডের অ্যাসেম্বলির অনুমোদনের প্রয়োজন নেই।
গত বছরের জুনে ঐতিহাসিক গণভোটে যুক্তরাজ্যের জনগণ জানিয়ে দেয়, ২৮ দেশের ইউরোপীয় পরিবারের সঙ্গে ঘর করতে তারা আর রাজি নয়। তাদের সেই সিদ্ধান্ত বিশ্ব রাজনীতি ও অর্থনৈতিক গতিধারায় বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে বলে সতর্ক করে আসছেন বিশ্ব নেতারা।
গণভোটে ব্রেক্সিটের পক্ষে জনগণের রায়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যান ডেভিড ক্যামেরন। সে সময় ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন কনজারভেটিভ পার্টির নতুন নেতা থেরেসা মে।




Discussion about this post