রাজশাহী মহানগরীতে নবজাতক চুরির দায়ে গ্রেফতার শাহীন আক্তার শুভ্রাকে তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে শুনানি শেষে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-৩ বিচারক জাহিদুল ইসলাম এই রিমান্ড মঞ্জুর করেন।
রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ২৮ জানুয়ারি (শনিবার) তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। তবে ২৯ জানুয়ারি (রোববার) শুনানির দিন ধার্য করে শুভ্রাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পরে রোববার দুপুরে রিমান্ড শুনানি হয়। আদালতের বিচারক জাহিদুল ইসলাম তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে আদালত থেকে শুভ্রাকে থানায় নেওয়া হয়েছে।
গত ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) মহানগরীর নওদাপাড়ার আরবান স্বাস্থ্যকেন্দ্র থেকে পবা উপজেলার চর শ্যামপুর এলাকার মুক্তি বেগমের নবজাতক ছেলেকে চুরি করেন শাহীন আক্তার শুভ্রা।
তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আক্তারুজ্জামানের স্ত্রী এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক। তবে ২৮ জানুয়ারি (শনিবার) সেখান থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।
ঘটনার আটদিন পর গত ২৭ জানুয়ারি (শুক্রবার) দুপুরে মহানগরীর টিকাপাড়া বাশার রোড এলাকার ৫০৭ নম্বর ‘সপ্তর্ষি’ বাড়ি থেকে ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় শুভ্রাকে।
এ সময় তিনি ওই নবজাতককে তার সন্তান বলেই দাবি করেন। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য শনিবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
এতে তার গর্ভবতী হওয়া বা সাম্প্রতিক সময়ে সন্তান জন্ম দেওয়ার কোনো প্রমাণ পায়নি চিকিৎসক। পরে শনিবার সন্ধ্যায় পুলিশ ওই নবজাতককে তার মা মুক্তি বেগমের কোলে তুলে দেয়।




Discussion about this post