কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩০ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সাবেক ও বর্তমান কমিটির সদস্য এবং অন্যান্য আইনজীবীবৃন্দ।
সভায় কক্সবাজার আইনজীবী সমিতির গঠনতন্ত্র নিয়ে আলোচনা হয়। এতে পূর্বের কমিটির অস্বচ্ছতাসহ আলোচায় উঠে আসে গঠনতন্ত্র না মেনে দলীয় লোকদের তহবিল হতে অর্থ প্রদান এবং বারের বিভিন্ন অনিয়ম যা পূর্বের কমিটি বর্তমান কমিটিকে বুঝিয়ে দেয়নি।
আওয়ামীলীগ, বিএনপি ও জামায়েতকে উর্ধ্বে রেখে আইনজীবী হিসেবে সমিতির উন্নয়নে একসাথে কাজ করার কথা উল্লেখ করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারের বর্তমান সাধারণ সম্পাদক আ.জ.ম মঈন উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আয়াছুর রহমান, এড. আব্দুর রউফ সহ আরো অনেকে।
কক্সবাজার আইনজীবী সমিতির গঠনতন্ত্র রচয়িতা ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. আয়াছুর রহমান বলেন, বারের কল্যাণ ফান্ড করা হয় বারের কল্যানের জন্যে, আপদকালীন তহবিল গঠন করা হয় আইনজীবীদের স্বার্থ রক্ষায়। যেখান থেকে একজন আইনজীবি ১ বৎসরের জন্য সর্বোচ্চ ৩০,০০০/- টাকা পেতে পারেন এবং মৃত্যুকালীন ফান্ড ১,০০,০০০/- টাকা।
ফলে বার ও আইনজীবীদের কল্যাণে গঠিত এই তহবিলের টাকা যেন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে খরচ না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজর রাখার বিষয়ে তাগিদ দেন এই আইনজীবী।





Discussion about this post