‘দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশন পর্যন্ত কোরাম সংকট হয়েছে ৪৮ ঘণ্টা ২৬ মিনিট (প্রতি অধিবেশনে গড় কোরাম সংকট ২৮ মিনিট ধরে)। এ সাত অধিবেশনে কোরাম সংকটেই ব্যয় হয়েছে ৪৭ কোটি ২০ লাখ ৩৩ হাজার ২০৪ টাকা। সংসদ অধিবেশন পরিচালনায় প্রতি মিনিটের গড় ব্যয় ১ লাখ ৬২ হাজার ৪৩৪ টাকা ধরে এ হিসাব করা হয়’।
আজ রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে দশম জাতীয় সংসদের সপ্তম থেকে ত্রয়োদশ অধিবেশন পর্যন্ত গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ট্রাস্টি বোর্ডের সদস্য অ্যাডভোকেট সুলতানা কামালসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওই সাতটি অধিবেশনে সংসদের বাইরের রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে ২ হাজার ১০১ বার আলোচনা হয়। একইভাবে অসংসদীয় ভাষার ব্যবহার অব্যহত রয়েছে (আক্রমণাত্মক, কটু ও অশ্লীল শব্দ)। এ সময়ে সংসদ অধিবেশনের মোট সময়ের ১৫ শতাংশ অসংসদীয় ভাষার ব্যবহারে ব্যয় করা হয়েছে’।
প্রতিবেদনে বলা হয়, ‘সংবিধান অনুসারে জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট কোনো চুক্তি ছাড়া সকল আন্তর্জাতিক চুক্তি রাষ্ট্রপতির মাধ্যমে সংসদে উপস্থাপনের কথা থাকলেও একটি চুক্তিও উপস্থাপিত হয়নি। এ সময়ে ৫৯টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে’।
Discussion about this post