পেশাগত অসদাচরণের দায়ে চাকরি থেকে বরখাস্ত হয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মো. জাহাঙ্গীর আদেল। হাইকোর্ট বিভাগ কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ১৯৮৩ এর ৪(১)(জি) বিধি অনুসারে তাকে বরখাস্ত করা হয়।
সূত্র জানায়, জাহাঙ্গীর আদেল বেঞ্চ অফিসার হিসাবে দায়িত্ব পালনকালে সংশ্লিষ্ট বিচারপতির আদেশ অমান্য, অফিসে অনিয়মিত উপস্থিতি ও নির্দিষ্ট সময়ের পূর্বেই অফিস ত্যাগের অভিযোগ উত্থাপিত হয়। পরে তার বিরুদ্ধে দায়ের করা হয় বিভাগীয় মামলা। গঠন করা হয় তদন্ত কমিটি। তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়ে তাকে চাকরি থেকে বরখাস্তের সুপারিশ করে। পরে সুপ্রিম কোর্ট প্রশাসন তাকে চাকরিচ্যুত করে অফিস আদেশ জারি করে।
Discussion about this post