হবিগঞ্জে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আনিসুল হক।
আজ রোববার (৭ মে) দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ ভবন উদ্বোধন করেন আইনমন্ত্রী।
জানা যায়, স্থান সংক্রান্ত জটিলতার কারণে দীর্ঘ ১ যুগ ধরে আটকে ছিলো এই নির্মাণ কাজ। ২০১৬ সালের প্রথম দিকে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবু জাহিরের হস্তক্ষেপে পুনরায় এর কাজ শুরু হয়। ৫ তলা বিশিষ্ট সর্বাধুনিক এই ভবন নির্মাণে ব্যয় হয়েছে ২১ কোটি টাকা।
উল্লেখ্য, ১৬ কোটি টাকা ব্যায়ে আরও ৫ তলা বভনের উর্ধ্বমুখি সম্প্রসারণ করা হবে।
Discussion about this post