ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা কানাপুর গাংপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত আব্দুল আহাদ মোহাম্মদ উল্লাহসহ অজ্ঞাত আরও ২ জনের নামে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করা হয়। মঙ্গলবার (৯ মে) রাতে আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র হাজারী আল মুনির বাদী হয়ে মামলাটি করেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল আলম খান জানান, আহমদিয়া সম্প্রদায়ের পক্ষে হাজারী আল মুনির থানায় একটি অভিযোগ দাখিল করেছেন এবং গত রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। মামলার প্রধান আসামি আব্দুল আহাদ মোহাম্মদ উল্লাহ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সে সুস্থ হলেই জিজ্ঞাসাবাদ করে বাকি আসামীদের নাম জানা যাবে।
তিনি আরও জানান, মামলার তদন্তের স্বার্থে আব্দুল আহাদের স্ত্রী জোসনারা বেগম, দুই ভাই আইনুদ্দিন ও মাইনুদ্দিনকে মঙ্গলবারই তার নিজ বাড়ি থেকে আটক করে জেলা গোয়েন্দা দফতরে নেওয়া হয়েছে। অপর আসামিদের খুব শিগগিরই আটক করা সম্ভব হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সোমবার (৮ মে) রাত পৌনে ৯টার দিকে ঈশ্বরগঞ্জের সরিষা এলাকার কানপুর গাংপাড়া আহমদিয়া সম্প্রদায়ের মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান এশার নামাজ শেষে বের হলে তিন দুর্বৃত্ত হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে রাত ২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
এদিকে হামলার সময় স্থানীয় জনতা আব্দুল আহাদ নামে এক হামলাকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে তুলে দেয়।




Discussion about this post