আইনজীবীর মৃত্যুতে (তাঁর স্মরণে) নিম্ন আদালতে ডেথ রেভারানস বছরে একদিন পালন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আজ বৃহস্পতিবার (১১ মে) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে হাইকোর্ট বিভাগের ভারপ্রাপ্ত সহকারী রেজিস্ট্রার (বিচার) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশের আইনজীবী সমিতি কর্তৃক উক্ত সমিতির সদস্য আইনজীবীর মৃত্যুতে (তাঁর স্মরণে) আদালতসমূহে ডেথ রেভারানস (Death Reverence) অনুষ্ঠান করা হয়। আইনজীবীর প্রতি শ্রদ্ধা জানিয়ে যেদিন ডেথ রেভারানস অনুষ্ঠিত হয় সেদিন আদালতের বিচারকাজ বন্ধ থাকে। দেশের কোনো কোনো জেলার আইনজীবী সমিতি আবার আইনজীবীর মৃত্যুর দিনেই এই অনুষ্ঠান পালন করে থাকেন। এভাবে বছরে একাধিক আইনজীবীর মৃত্যুতে একাধিক দিন এই শ্রদ্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং যার ফলশ্রুতিতে একাধিক দিন আদালতের বিচারকাজ বন্ধ থাকে। নিম্ন আদালতে বর্তমানে ২৮ লক্ষাধিক মামলা বিচারাধীন রয়েছে। অসহনীয় মামলা জজ হ্রাস করার জন্য যথাসম্ভব বিচারিক কর্মঘন্টার সদ্যবহার করা নিশ্চিত করা জরুরী। আর এ বিবেচনায় বছরে একাধিক দিন ডেথ রেভারানস অনুষ্ঠান নিরুৎসাহিত করার বিকল্প নেই। যৌক্তিক কারণেই এ বিষয়টি বিবেচনা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিসহ কিছু কিছু আইনজীবী সমিতি কর্তৃক আইনজীবীদের (মৃত) স্মরণে বছরে একদিন ডেথ রেভারানস অনুষ্ঠান করা হয়।
এই অবস্থায় সারাদেশের আইনজীবী সমিতিতে উক্ত সমিতির আইনজীবীর মৃত্যুতে (তাঁর স্মরণে) বছরে একদিন ডেথ রেভারানস অনুষ্ঠান পালনের নির্দেশ দেওয়া হয়েছে।




Discussion about this post