ছাত্রীকে যৌন হয়রানির মামলায় রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাকরিচ্যুত) শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে এক সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতের আদেশের বিষয়টি ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলীরুজ্জামান নিশ্চিত করেছেন।
২০১৬ সালে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহফুজুর রশিদ ফেরদৌসের বিরুদ্ধে এক শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০০৩) এর ১০ ধারায় যৌন হয়রানির অভিযোগ আনেন। পরে এই মামলায় হাইকোর্ট থেকে জামিন নেন ফেরদৌস।
এই জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি শেষে তার জামিন বাতিল করে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।




Discussion about this post