রাজধানীর বনানীতে স্থাপিত রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেয়া নোটিশের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই নোটিশের বৈধতা প্রশ্নে রুলও জারি করেছে আদালত।
আজ সোমবার (২২ মে) বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয়।
গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে রেইনট্রি হোটেলের এমডি শাহ মোহাম্মদ আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা অধিদফতরে হাজির হয়ে তার হোটেলে পাওয়া বেআইনি মাদকদ্রব্য বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেয়া হয়। সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন করেন আদনান হারুন।
রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।




Discussion about this post