কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অপরিকল্পতভাবে নির্মানের প্রতিবাদ, পরিকল্পিতভাবে বৃহৎ পরিসরে ভাস্কর্যসহ বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে নির্মাণ ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সংযোগ সড়ক নির্মাণের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু পরিষদ (একাংশ)। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
বঙ্গবন্ধু পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক জিয়া উদ্দিনের উপস্থাপনায় মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতির পিতার ভাস্কর্য যথাযথ সম্মানের সহিত স্থাপন করেনি। অনেক প্রতিবাদ সত্ত্বেও সংকুচিত জায়গায় ভবনের নীচে জাতির জনকের ভাস্কর্য স্থাপন করেছে প্রশাসন। অবিলম্বে পরিকল্পিতভাবে জাতির পিতার ভাস্কর্য নির্মাণ করে বঙ্গবন্ধু স্কয়ার করার দাবি জানান বক্তারা। মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের ভবনসমূহ পরিকল্পিতভাবে নির্মাণ ও নিজস্ব সংযোগ সড়ক নির্মাণের জন্য দ্রুত উদ্যোগ নিতে প্রশাসনের প্রতি আহবান জানান। এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলে বঙ্গবন্ধু পরিষদের(একাংশ) সভাপতি মো: আইনুল হক, সহ-সভাপতি ড. জুলহাস মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক ও নাসির হুসেইন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. আবু তাহের, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী ও প্রচার সম্পাদক আসাদুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নবনির্মিত ভাস্কর্য মূল নকশা অনুযায়ী হয়নি বলে গণ মাধ্যমে বেশ কয়েকদিন ধরে প্রতিবেদন প্রকাশ হয়।
Discussion about this post