
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গিধনিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, যৌতুকের কারণে মাঝে মধ্যেই স্ত্রীকে নির্যাতন করতেন সিরাজুল। এরই একপর্যায়ে বৃহস্পতিবার সন্ধ্যায় কথা কাটাকাটির জেরে নিজ বাড়িতে কাঠের লাঠি (বাইলট) দিয়ে স্ত্রী টুলিয়ারার মাথায় আঘাত করেন তিনি। এতে ঘটনাস্থলেই টুলিয়ারা মৃত্যু হয়। খবর পেয়ে রাত পৌনে দশটার দিকে সিরাজুলকে আটক করা হয়। টুলিয়ারার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।
Discussion about this post