নারায়ণঞ্জে ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটনেট’ নামে একটি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তথ্য ও প্রযুক্তি আইনে মামলাটি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত)আব্দুর রাজ্জাক।
বিবাদীরা হলেন, ওই পোর্টালের সম্পাদক শাহ্জাহান ও নির্বাহী সম্পাদক শামীম তানভীর হোসেনের।ওসি জানান, গত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট(ক) অঞ্চল আদালতের বিচারক আহম্মেদ হুমায়ুন কবীর এর আদালতে মামলাটি হয়। সায়েম আহমেদ নামের এক ব্যক্তি বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন সংশোধিত ২০১৩ এর ৫৭(১) ধারায় মামলাটি দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আমাকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। গত বৃহস্পতিবার মামলা করা হলেও সোমবার বিষয়টি জানাজানি হয়।
মামলায় সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর রাত ৮টা ৪৫ মিনিটে অনলাইন পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ এ ‘আলীরটেকে হাইব্রিড আওয়ালী লীগ নেতাদের দাপটে কোনঠাসা ত্যাগী নেতাকর্মীরা’ শিরোনামে তার ছবিসহ সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ পড়ে তিনি ব্যথিত ও ক্ষুব্ধ হয়েছেন। ওই সংবাদে লেখা হয়, নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মতিউর রহমান মতি। অন্যদিকে ওই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সায়েম আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও শেষ পর্যন্ত ৪০ লাখ টাকার বিনিময়ে সরে দাঁড়ান। সায়েম আহমেদকে সবাই ভূমিদস্যু হিসেবে চিনে। এ সংবাদ প্রকাশের মাধ্যমে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তাই নিউজ নারায়ণগঞ্জের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক(তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, আদালতের নির্দেশে মামলা রেকর্ড করা হয়েছে। মামলার তদন্ত কাজও শুরু হয়েছে।
এ বিষয়ে ‘নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমে’র এডিটর ইন চিফ শাহজাহান শামীম বলেন,‘আমাদের সংবাদটি তথ্য নির্ভর ছিল। ওই নিউজের সঙ্গে মামলার বাদীর (সায়েম আহমেদ) বক্তব্য প্রকাশিত হয়েছে। তিনি উদ্দেশ্যেমূলকভাবে হয়রানি করার উদ্দেশ্যে ৫৭ ধারায় এই মিথ্যা মামলা করেছেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটিত হবে।




Discussion about this post