২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। মামলাটি বর্তমানে যুক্তিতর্ক পর্যায়ে রয়েছে। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক ইতোমধ্যে শেষ হয়েছে। ২৪ জানুয়ারি ২০১৮ পর্যন্ত ৫২ জন আসামির মধ্যে ১৮ জনের যুক্তিতর্ক শেষ হয়েছে। বাকি আসামির পক্ষে যুক্তিতর্ক শেষ হলেই এই মামলার রায় ঘোষণার দিন ধার্য হবে।’ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের প্রচেষ্টায় নতুন ৬৮টি দেশসহ ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। বিগত ৯ বছরে ৫১ লাখ ৯৮ হাজার ৯১৪ জন কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে ২০১৭ সালে গেছেন ১০ লাখ ৮ হাজার ৫২৫ জন। নতুনভাবে রাশিয়ায় লোক পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও সরকার প্রধান জানান।
ভারতের সঙ্গে ছিটমহল সমস্যা ও ভারত-মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানার বিরোধ নিষ্পত্তির প্রসঙ্গ তুলে চট্টগ্রাম-১১ আসনের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘এর মাধ্যমে আমরা দেখিয়েছি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমস্যা যতই জটিল হোক না কেন আলোচনার মাধ্যমে তার শান্তিপূর্ণ সমাধান সম্ভব।’
জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়া সরকারের সময়োপযোগী সিদ্ধান্ত উল্লেখ করে এই সাংসদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘হত্যা, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণের শিকার হয়ে ব্যাপক হারে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করলে আমরা আমাদের সম্পদের সীমাবদ্ধতার মধ্যে মানবিক রাষ্ট্র হিসেবে তাদের আশ্রয়, খাদ্য, বাসস্থান, চিকিৎসা ও সুরক্ষার ব্যবস্থা করেছি। আমরা সবসময়ই মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সমস্যার টেকসই ও ন্যায্য সমাধান চাই।’
প্রধানমন্ত্রী ১৯৯৬-২০০১ এবং ২০০৯ থেকে চলতি মেয়াদে ১৪টি ডিগ্রি এবং এ সময় প্রধানমন্ত্রী ও তার সরকার ৩১টি পদক/পুরস্কার পেয়েছেন বলে আবদুল লতিফের প্রশ্নর জবাবে তিনি উল্লেখ করেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরসহ বুধবার বৈঠকের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
Discussion about this post