নিজস্ব প্রতিবেদক: দেশে সুশাসনের অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, দুর্নীতি সুশাসনের অন্তরায়। আমরা যদি একতাবদ্ধ হয়ে কথা বলতে না পারি তাহলে দুর্নীতি দূর করা সম্ভব হবে না।
আজ সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সনাক-স্বজন, ইয়েস ইয়েস ফ্রেণ্ডস, ওয়াইপ্যাক জাতীয় সম্মেলন-২০১৮’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইকবাল মাহমুদ বলেন, দুদকের একার পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। কমিশনের একার সে ক্ষমতা নেই, জনবলও নেই। আমি চাই আপনারা সবাই একসঙ্গে দুর্নীতির বিরুদ্ধে সমালোচনা করুন। সমালোচনা না করলে আমরা বুঝতে পারব না আমাদের ভুল কোথায়।
তিনি আরও বলেন, নতুন প্রজন্ম দুর্নীতিকে ঘৃণা করে। আমি বিশ্বাস করি, দুর্নীতি দমন কমিশন যদি এসব সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করে তাহলে অনেকাংশেই দুর্নীতি বন্ধ করা সম্ভব।
দুদক চেয়ারম্যান বলেন, দুর্নীতি দমন কমিশন কোনো সরকারে হয়ে কাজ করে না। এ প্রতিষ্ঠান জনগণের, আপনাদের।
টিআইবির প্রতিবেদন সম্পর্কে ইকবাল মাহমুদ বলেন, টিআইবির কোনো সমালোচনায় আমি কখনো বিব্রত হইনি। আমি চাই শুধু টিআইবি নয়, অন্যান্য সামাজিক সংগঠনগুলোও সমালোচনা করুক।
Discussion about this post