বিনোদন ডেস্ক: দুই দশক আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় জামিন পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। শনিবার দুপুর ৩টার পর সালমান খানের জামিনের আবেদনের রায় দেন ভারতের আদালত।
এর আগে গত বৃহস্পতিবার সালমান খানকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ দেন ভারতের রাজস্থান রাজ্যের যোধপুরের একটি আদালত।
এদিকে আজকের শুনানিতে ফের জামিনের স্বপক্ষে যুক্তিখণ্ডন করেন সালমানের আইনজীবী। পাল্টা যুক্তিতে উত্তাপ বাড়ান বিষ্ণোই সমাজের আইনজীবীও। অন্যদিকে বিচারকের বদলি হয়ে যাওয়ায় জামিন মঞ্জুর করাতে মরিয়া হয়ে ওঠেন সালমানের আইনজীবীরা।
মামলার নথিতে বলা হয়, ১৯৯৮ সালের ১ ও ২ অক্টোবর যোধপুরে ‘হাম সাথ সাথ হ্যায়’ছবির শুটিংয়ের মাঝে আলাদা আলাদা জায়গায় দুটি কৃষ্ণসার হরিণ হত্যা করেন সালমান খান। ওই সময় তার সঙ্গে ছিলেন সাইফ আলী খান, নীলম, টাবু ও সোনালী বেন্দ্রে।
বৃহস্পতিবার রায়ের পর যোধপুর কেন্দ্রীয় কারাগারে রাখা হয় সালমানকে। এ সময় তার কয়েদি নম্বর ছিল ১০৬। বৃহস্পতি ও শুক্রবার রাত জেলেই কাটাতে হয় এই সুপারস্টারকে।




Discussion about this post