বিডি ল নিউজঃ আজ রাজধানীর দুই থানার পৃথক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ১৭ বিএনপি নেতা-কর্মীকে পৃথক মামলায় ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে গতকাল রবিবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর বাংলা মটর থেকে হাবিবুর রশিদ হাবিবকে গ্রেফতার করে পুলিশ।
আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রমনা থানার দুই মামলায় ও শাহবাগ থানার এক মামলায় তাদের হাজির করে রিমান্ড চায় পুলিশ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিব শুনানি শেষে পৃথক তিন মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, আসামিপক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহসহ কয়েকজন আইনজীবী।




Discussion about this post