কাজী আতিকুর রহমান-নড়াইল ডেস্ক : নড়াইলে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিজানে এক মাদক কারবারিসহ বিভিন্ন অভিযোগে ও মামলায় ২৫ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত থেকে মঙ্গলবার (২৯ মে) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে, আটককৃত মাদক কারবারির কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, মাদকদ্রব্য, মাদকসেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত নড়াইল গড়তে সবার সহযোগিতা চাই।




Discussion about this post