অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত, নওগাঁ ডেস্কঃ নওগাঁ জেলা বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারীদের আয়োজনে আজ বিকেলে জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে সদ্য পদোন্নতি প্রাপ্ত তিনজন বিজ্ঞ বিচারকের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নওগাঁ জনাব এ.কে.এম শহীদুল ইসলামের সভাপতিত্ত্বে বিচার বিভাগীর সকল কর্মকর্তা ও কর্মাচারীবৃন্দ উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থেকে সদ্য যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ আব্দুল মালেক, সিনিয়র সহকারী জজ থেকে সদ্য যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি প্রাপ্ত জনাব মোঃ আব্দুল মতিন এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থেকে সদ্য যুগ্ম জেলা জজ হিসেবে পদোন্নতি প্রাপ্ত জনাব আব্দুল কুদ্দুস বৃন্দের পদোন্নতিসহ বদলীজনিত বিদায় উপলক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাননীয় সভাপতি বিজ্ঞ জেলা ও দায়রা জজ, নওগাঁ জনাব এ.কে.এম শহীদুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে উত্তরোত্তর সফলতা কামনাসহ ন্যায়বিচার প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
পদোন্নতি প্রাপ্ত বিচারকগণ তাদের দায়িত্ত্ব সুষ্ঠুভাবে সম্পাদনে সহযোগিতার জন্য নওগাঁ জজশীপের সকল সহকর্মী তথা বিচার বিভাগীয় কর্মকর্তা ও কর্মচারী, সরকারী কৌশুলী ও আইনজীবীদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে যেন ন্যায়ের পথে বিচারকার্য পরিচালনা করতে পারেন সে বিষয়ে সকলের নিকট থেকে আশির্বাদ কামনা করেন।
অনুষ্টানে অন্যান্যদের মাঝে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব মজিবুর রহমান, আতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম এবং সিনিয়র সহকারী জজ জনাব ইমতিয়াজুল ইসলাম পদোন্নতিপ্রাপ্ত বিচারকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন।
ঠাকুরগাঁও জেলায় জন্ম গ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী জনাব মোঃ আব্দুল মালেক তৃতীয় জুডিসিয়ারী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন।
নাটোর জেলায় জন্ম গ্রহণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী জনাব মোঃ আব্দুল মতিন তৃতীয় জুডিসিয়ারী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন।
পাবনা জেলায় জন্ম গ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যাল, কুষ্টিয়া’র আইন বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্নকারী জনাব আব্দুল কুদ্দুস তৃতীয় জুডিসিয়ারী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালে সহকারী জজ হিসেবে বিচার বিভাগে যোগদান করেন।
পৃথক এক বিবৃতিতে মানবাধিকারকর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত পদোন্নতি প্রাপ্ত বিচারকদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।
Discussion about this post