বিডি ল নিউজঃ হাইকোর্টের অবকাশ শেষে বেঞ্চ পুণর্বিন্যাস করে ৫৮টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই বেঞ্চগুলো পুনর্গঠন করেন।
পুনগঠিত এসব একক ও দ্বৈত বেঞ্চের নতুন বিচারিক এখতিয়ার নির্ধারণ করে দেওয়া হয়েছে। বেঞ্চগুলো সুপ্রিমকোর্টের অবকাশ শেষে নিয়মিত কার্যক্রম শুরুর দিন অর্থাৎ আগামী রোববার থেকে নতুন এখতিয়ার অনুযায়ী বিচারকার্য পরিচালনা করবেন।
পুনর্গঠিত এসব বেঞ্চের তালিকা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
পুনগর্ঠিত ৫৮ বেঞ্চের মধ্যে রিট মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি ইকবাল কবির, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দি, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মহি উদ্দিন শামীম, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলী, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি শশাংক শেখর সরকার, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরী, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদের, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আর জলিল, বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চকে।
এছাড়া ফৌজদারি মামলা শুনানির এখতিয়ার দেওয়া হয়েছে, বিচারপতি মো. আবু তারিকের একক বেঞ্চ, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমান এবং বিচারপতি মো: এমদাদুল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের দ্বৈত বেঞ্চ, বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী, বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর দ্বৈত বেঞ্চ, বিচারপতি আবু বকর সিদ্দিকীর একক বেঞ্চ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াত, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান, বিচারপতি এম ফারুক ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের দ্বৈত বেঞ্চ, বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চ, বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মো. শহিদুল করিম, বিচারপতি এন এম বশির উল্লাহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চ, বিচারপতি কাজী রেজাউল হকের একক বেঞ্চ, বিচারপতি মো: আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. বদরুজ্জামান, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আব্দুল মবিন, বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত বেঞ্চকে।
বাকিদের দেওয়ানী, দুদক সংক্রান্ত বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা বিচারিক এখতিয়ার দিয়ে বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে।
Discussion about this post