কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের হিমছড়ি এলাকায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে, নিহত দুজন মাদক ব্যবসায়ী।
আজ বৃহস্পতিবার ভোরে সড়কের ৩নং ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি প্রাইভেট কার, দুটি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মনিরুল ইসলাম ভুইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।




Discussion about this post