নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৩ কোটি ৩২ লাখ টাকা মূল্যের সোনাসহ তিনজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।
রবিবার সকাল ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্ল্যাইটের (EK582) দুই যাত্রীসহ সিভিল এভিয়েশনের এক কর্মচারীকে বিমানবন্দর থেকে আটক করা হয়।
আটকরা হলেন-সিভিল এভিয়েশন কর্মচারী মোঃ জামাল উদ্দিন পাটওয়ারী এবং দুই যাত্রী মোহাম্মদ একরামুল হক ও জাহিদুল হক সালমান ভুইয়া।
আটকদের কাছ থেকে লুকায়িত হলুদ স্কচটেপে মোড়ানো অবস্থায় ৫৭টি সোনার বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ৬.৬৩ কেজি। আটক সোনার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৩২ লাখ টাকা।
কাস্টম হাউস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার একটি দল বিমান বন্দরের তৃতীয়তলায় লাউঞ্জ এলাকায় অবস্থান নেয়। পরবর্তীতে তৃতীয়তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এয়ার লাউঞ্জের’ পাশে অবস্থিত মসজিদের মধ্যে তিনজনের মধ্যে সোনা হস্তান্তরের সময় তাদের আটক করা হয়।
বিমানবন্দরে জামাল উদ্দিন ‘ক্লিনিং শিফট ইনচার্জ’ হিসেবে কর্মরত ছিলেন। নিয়ম অনুযায়ী কর্মরত থাকা অবস্থায় একজন কর্মচারীর কাছে একটি ডি-পাস থাকার কথা থাকলেও, তার কাছে দুটি ডি-পাস পাওয়া যায়।
Discussion about this post