নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আলোচিত মওদুদ আহমেদ শাওন হত্যা মামলার রায়ে দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষনার সময় দণ্ডপ্রাপ্ত এক আসামি উপস্থিত ছিলেন।
আজ সোমবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়ালের আদালত এ রায় ঘোষনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার মোশারফ হোসেন মেম্বারের ছেলে সাজ্জাদ হোসেন বাসু (৩০), সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার নজরুল ইসলামের ছেলে (পলাতক) রাকিব হোসেন বাবুল ওরফে বাবু (৩০)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রশিকিউটর মাকসুদা হাবিব বলেন, সিদ্ধিরগঞ্জ গোদনাইল এলাকার নাসির উদ্দিনের ছেলে মওদুদ আহমেদ শাওনকে (৩০) পাওনা টাকার দেয়ার কথা দেয়ার কথা বলে বাসু ও বাবু ২০১৪ সালের ৯ জুলাই ডেকে নিয়ে হত্যা করে লাশ সোনারগাঁয়ের একটি ফসলের ক্ষেতে ফেলে দেয়।
Discussion about this post