খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৬ জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে আনা হয়েছে।
আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে স্বনির্ভর এলাকায় এ ঘটনা ঘটে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, আদিবাসী সংগঠনের সদস্যদের উপর প্রতিপক্ষের ব্রাশ ফায়ার করেছে বলে প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। আহত চারজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে আনা হলে তাদের মধ্য থেকে আরও একজন মারা যান।
এখনও পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই আদিবাসী বলে ধরণা করা হচ্ছে।
ঘটনাস্থলে পুলিশের অভিযান চলছে। ইউপিডিএফ এবং ইউপিডিএফ (সংস্কার)- এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে অথবা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
Discussion about this post