যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৫৪০ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানা গেছে।
আজ রবিবার সকাল ৭টায় বেনাপোল সীমান্তের শিকড়ি মাঠে চোরাচালানীদের ধাওয়া করে এসব শাড়ি জব্দ করা হয়।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার হারাধন সাংবাদিকদের জানান, সকালে শিকড়ি মাঠে অভিযান চালিয়ে একটি বস্তার মধ্য থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৫৪০ পিস শাড়ি পাওয়া যায়। জব্দকৃত কাপড় কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
Discussion about this post