নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় আটক হওয়া আরও ৯ শিক্ষার্থী কারামুক্তি লাভ করেছেন। এর ফলে মুক্তি পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাড়ালো ১৮-তে।
আজ সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান ওই ৯ জন। এর আগে রোববার রাতে মুক্তি লাভ করেন ৯ জন।
সকালে মুক্তিপ্রাপ্তরা হলেন, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির খালিদ রেজা, রেদওয়ান আহমেদ, রাশেদুল ইসলাম, শাখাওয়াত হোসেন ও তরিকুল ইসলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটির জাহিদুল হক ও নূর মোহাম্মদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির আজিজুল করিম এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) সিহাব শাহরিয়ার।
এ বিষয়ে কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম সাংবাদিকদের জানিয়েছেন, আজ সকালে ৯ জনকে মুক্তি দেয়া হয়েছে। বাকিদের জামিনের কাগজ এখনও কারাগারে পৌঁছায়নি। কাগজ হাতে পেলেই তাদের মুক্তি দেয়া হবে।
এর আগে রোববার ঢাকার একাধিক ম্যাজিস্ট্রেট আদালত থেকে মোট ৪২ শিক্ষার্থী জামিন লাভ করেন। নিরাপদ সড়কের আন্দোলনে আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগে তাদেরকে বাড্ডা, ভাটারা, ধানমন্ডিসহ বিভিন্ন থানার মামলায় গ্রেপ্তার করা হয়।
Discussion about this post