নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) চালুর চেষ্টা চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। তিনি জানান, সব প্রক্রিয়া শেষ করে আরপিও সংশোধন করা না গেলে বিদ্যমান আইনে নির্বাচন হবে।
আজ রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশন সভা শেষে তিনি এ তথ্য জানান।
বৈঠক আগামী ৩০ আগস্ট পর্যন্ত মুলতবি করা হয়। তিনি বলেন, ‘বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে আলোচনা হয়েছে। আমরা নির্বাচনে ইভিএম প্রবর্তনের চেষ্টা করছি। আগামী ৩০ আগস্ট বৈঠক আবার বসবে।’
এক প্রশ্নের জবাবে তিনি জানান, কমিশনে আরপিও সংশোধনের সিদ্ধান্ত অনুমোদন হলে তা ভেটিংয়ের জন্য মন্ত্রণালয়ে যাবে। পরে মন্ত্রিসভায় অনুমোদনসহ অন্যান্য প্রক্রিয়া শেষ করে তা সংসদে পাস হবে।’
আগামী ৯ সেপ্টেম্বর সংসদের অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনই বর্তমান সরকারের বিদায়ী অধিবেশন ধরা হচ্ছে।
Discussion about this post