নিজস্ব প্রতিবেদক: মুদ্রাপাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে দুদকের দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার এই রিটের শুনানি হতে পারে।
রিট দায়েরের তথ্যটি আজ সোমবার নিশ্চিত করেন দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
বিভিন্ন দেশে মুদ্রা পাচারসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এর আগে ১৬ আগস্ট দুদকের পরিচালক কাজী শফিকুল আলমের সই করা এক নোটিশে আমির খসরুকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।
ওই চিঠিতে বলা হয়, আমির খসরু বেনামে পাঁচ তারকা হোটেল ব্যবসা, ব্যাংকে কোটি কোটি টাকা অবৈধ লেনদেনসহ বিভিন্ন দেশে অর্থ পাচার এবং নিজ, স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যের নামে শেয়ার ক্রয়সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
এই নোটিশ পাঠানো হয় চট্টগ্রামে আমীর খসরু চকবাজার থানার মেহেদীবাগের বাসার ঠিকানায়। অভিযোগের অনুসন্ধান করছেন দুদক পরিচালক কাজী শফিকুল আলম।
পরে সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন খসরুর আইনজীবী আব্দুল্লাহ্ আল মাহমুদ।




Discussion about this post