নিজস্ব প্রতিবেদক: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিচারের জন্য কেন্দ্রীয় কারাগারের ভেতরে আদালত বসার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে বিচারক মামলার কার্যক্রম শুরু করবেন বলে জানা গেছে।
বিচার কাজ চলা সময়ে আসামি ও রাষ্ট্রপক্ষের ১২ জন আইনজীবী কারাগারে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা বিশেষ জজ আদালত-৫ এর পেশকার তাজুল ইসলাম।
তিনি গণমাধ্যমকে বলেন, উভয় পক্ষের মিলিয়ে ১২ জন আইনজীবী কারাগারের ভেতর আদালতে প্রবেশ করতে পারবেন।
Discussion about this post