সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কে এম মোশাররফ হোসেনকে (৫২) গুলি করে হত্যা করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর বাজারে এ ঘটনা ঘটে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, চেয়ারম্যান মোশাররফ হোসেন স্থানীয় যুবলীগ অফিসে বসে ছিলেন। এ সময় পাঁচ-ছয়জন যুবক মোটরসাইকেলে এসেই বাজারে কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন দোকানিরা। পরে সন্ত্রাসীরা যুবলীগ অফিসে ঢুকে চেয়ারম্যানের গালে পিস্তল ঠেকিয়ে গুলি করে। এরপর তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পর ডা. তৈয়বুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইয়াসিন আলি জানান, চেয়ারম্যানের লাশ কালিগঞ্জ হাসপাতালে রয়েছে। তিনি বলেন, হত্যার আলামত হিসেবে বেশ কয়েকটি গুলি সেখানে পাওয়া গেছে।
চেয়ারম্যান মোশাররফ হোসেন কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির (জাপা) সম্পাদক ছিলেন। পরে তিনি জেলা জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক হন। তিনি কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। হত্যার কারণ এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।
Discussion about this post