বরগুনা প্রতিনিধি: সুন্দরবন কেন্দ্রিক জলদস্যু ছাত্তার বাহিনীর এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। আটক জলদস্যু তায়েব আলী শেখ বাগেরহাটের উত্তর খানপুর এলাকার মৃত শেখ সাঈদ আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আজ বৃহস্পতিবার ভোরে বরগুনার পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদী থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর জানান, নিয়মিত টহলের সময় র্যাব-৮ এর সদস্যরা বলেশ্বর নদীতে একটি ট্রলার থেকে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।
তিনি বলেন, এ ঘটনায় তায়েব আলী শেখের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করেছে র্যাব। তায়েব আলীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Discussion about this post