নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতের বোটঘাট নামাপাড়া এলাকায় রিনা আক্তার (৩২) নামে এক গৃহবধূকে হত্যা করে স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দিবাগত রাতে কোন এক সময় হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
আজ সোমবার দুপুরে পুলিশ নিহত ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করতে যাওয়া খিলগাঁও থানার এসআই আ. রাজ্জাক গণমাধ্যমকে জানান, নিহত রিনার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। একমাস আগে থেকে স্বামী পিন্টু ইসলামের (৪০) সঙ্গে তিনি খিলগাঁওয়ের ওই ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।
সোমবার সকালে তাকে ঘুম থেকে উঠতে না দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করে। পরে জানালা দিয়ে গলায় কাপড় প্যাচানো এবং নাক-মুখ দিয়ে রক্ত ঝরা তার নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। ঘটনার পর থেকেই স্বামী পলাতক। এ কারণে পুলিশ ও এলাকাবাসীর ধারনা স্ত্রীকে খুন করে পালিয়েছেন পিন্টু ইসলাম।




Discussion about this post