খুলনা প্রতিনিধি: খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নবনির্বাচিত মেয়র তালুকদার আবদুল খালেক দায়িত্ব গ্রহণ করছেন। একই সঙ্গে কেসিসির ৩১ জন সাধারণ ও ১০ জন সংরক্ষিত কাউন্সিলরও দায়িত্ব গ্রহণ করবেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় এক অনুষ্ঠানর মধ্য দিয় বিদায়ী মেয়র মনিরুজ্জামান মনির কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন তিনি।
এ উপলক্ষে নগর ভবনকে বর্ণাঢ্য সাঝে সাজানো হয়েছে। নতুন মেয়রকে স্বাগত জানিয়ে তোরণ, ফেস্টুন ও প্ল্যাকার্ড ঝুলানো হয়েছে। অনুষ্ঠানে রাজশাহী ও গাজীপুরের মেয়র, খুলনা ও বাগেরহাটের সব সংসদ সদস্য, খুলনা বিভাগীয় প্রশাসন ও সরকারের বিভিন্ন দফতরের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ প্রায় ৪০০ অতিথিক আমন্ত্রণ জানানো হয়েছে।
কেসিসি সূত্র জানায়, মেয়রের দায়িত্ব গ্রহণের জন্য একটি অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছিল। গত ১৮ সেপ্টেম্বর একনেক বৈঠকে কেসিসির জলাবদ্ধতা নিরসনের জন্য ৮২৩ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়। এতে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানটি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।
সাজসজ্জা ও অভ্যর্থনা উপকমিটির আহ্বায়ক কাউন্সিলর শেখ মো. গাউসুল আজম বলেন, নগর ভবন ও শহীদ হাদিস পার্ক আলোকসজ্জাসহ নগর ভবন ভিন্ন আঙ্গিকে সাজানা হয়েছে। মূল অনুষ্ঠানের মঞ্চ নগর ভবনের নিচ তলার উত্তর পাশে করা হয়েছে।




Discussion about this post