অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত, নওগাঁ ডেক্স:

২ জন ম্যাজিস্ট্রেট দিয়ে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর প্রায় ২০০০০ (কুড়ি হাজার) বিচারকার্য পরিচালিত হচ্ছে। ফলে এক দিকে যেমন বিচারকদের রাত পর্যন্ত বিচারকার্য পরিচালনা করতে হচ্ছে, তেমনি বিচার প্রার্থীদেরও পোহাতে হচ্ছে দূর্ভোগ।
১১টি উপজেলাধীন ৩,৪৩৫.৬৭ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট নওগাঁ জেলায় প্রায় ২৩, ৮৫, ৯০০ জন মানুষের বসবাস এবং চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদের সংখ্যা এগার।
তীব্র বিচারক সংকটের মাঝেও বিচার প্রার্থীদের ন্যায় বিচার প্রাপ্তিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে নওগাঁ জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসী। আপ্রাণ প্রচেষ্টা স্বত্ত্বেও কোন ভাবে মামলা জট নিরসন সম্ভব হচ্ছে না, বরং দিনকে দিন তা বৃদ্ধি পেয়ে চলেছে।
নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসীর বিচারক (ম্যাজিস্ট্রেট) সংকট দীর্ঘ দিনের হলেও এ বছর মে মাসে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং জুন মাসে ২ জন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পদোন্নতি জনিত বদলীর কারণে সে সংকট তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করেছে।
বর্তমানে কর্মরত এডিশনাল চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব জাহাঙ্গীর আলম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এখতীয়ারাধীন প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি ৫টি আমলী আদালত এবং ৫টি বিচারিক আদালত, মোট ১০টি আদালতের দায়িত্ব পালন করছে। তাছাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব সিরাজুল ইসলাম ৬টি আমলী আদালত ও ৬টি বিচারিক আদালত, মোট ১২টি আদালতের দায়িত্ব পালন করছে।
নওগাঁ বারের আইনজীবীসমাজ বিচারক সংকট নিরসনে আশু পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানিয়েছে।




Discussion about this post