চট্টগ্রাম প্রতিনিধিচট্টগ্রামের পাহাড়তলী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সবুজ ওরফে পিচ্চি সবুজ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সবুজ পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি বন্দুক, একটি দেশীয় তৈরি এলজি, একটি খেলনা পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাতে উত্তর কাট্টলী বেড়িবাঁধ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত সবুজ ডাকাতি মামলার আসামি। তার বিরুদ্ধে থানায় ডাকাতির তিনটি এবং অস্ত্র আইনের দুটিসহ মোট ছয়টি মামলা রয়েছে।
পাহড়াতলী থানার ওসি সদীপ কুমার দাশ জানান, দিবাগত রাতে বেড়িবাঁধ এলাকায় ডাকাতের অবস্থানের গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি করে ডাকাতরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে। এ সময় অপু (২৮) নামে একজনকে গ্রেফতার করা হয়।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সবুজকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওসি সদীপ কুমার দাশসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।




Discussion about this post