নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৬২ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার ভোর ছয়টা থেকে আজ বুধবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে মোট ৪ হাজার ৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৮২৯ গ্রাম হেরোইন, ৫১ কেজি ৭৫৫ গ্রাম গাঁজা, ৬৬০ বোতল ফেন্সিডিল, ২৮ হাজার ৬২৫ লিটার দেশি মদ ও ৩৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা করা হয়েছে।
Discussion about this post