নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চার যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
আজ রবিবার ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগ্রাম ইউনিয়নের পাচঁরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
আড়াইহাজার থানা পুলিশের ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক জানান, ভোরে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
পরে মরদেহগুলো উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, প্রতিটি মরদেহ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে। মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথায় গুলি কি-না বলতে পারছি না। মরদেহের পাশ থেকে দুটি দেশীয় পিস্তল ও একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
এরা ডাকাত কি-না তা তদন্ত করে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে- কে বা কারা অন্য কোথায় হত্যা করে তাদের এখানে ফেলে রেখে গেছে।




Discussion about this post