নিজস্ব প্রতিবেদক: আগামী নির্বাচনের তফসিল নিয়ে নিজেদের মধ্যে চূড়ান্ত আলোচনার আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা পুলিশের সঙ্গে আলোচনা করেছেন। ইসি সচিব হেলালুদ্দীন আহমদকে নিয়ে ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াসহ ৭ পুলিশ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন সিইসি। তবে এই বৈঠকে অন্য চার নির্বাচন কমিশনার ছিলেন না।
আজ শনিবার বেলা ১১টার পর নির্বাচন ভবনে ঢাকা মেট্রোপলিটন কমিশনারের সঙ্গে ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়েছে। বৈঠক শেষে ডিএমপি কমিশনার সাংবাদিকদের সঙ্গে কোনো বলেননি।
হেলালুদ্দীন আহমদ বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ভবন, সিইসি, নির্বাচন কমিশনারদের নিরাপত্তা ও তফসিল পরবর্তী মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে এসেছিল ডিএমপির প্রতিনিধি দল।
তফসিলের আগে এটি একটি রুটিন সাক্ষাৎ বলে উল্লেখ করেন একজন পুলিশ কর্মকর্তা। রবিবার নির্বাচন ভবনেই কমিশনের বৈঠকে তফসিল নিয়ে চূড়ান্ত আলোচনা হবে।




Discussion about this post