নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার তফশিল হলে আগামী ৯ নভেম্বর (শুক্রবার) থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তফশিলের পর দিন থেকে আমাদের মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত হয়েছে। এবার মনোনয়ন ফরমের দাম ২৫ থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই লক্ষ্যে আগামী বৃহস্পতিবার (৮ নভেম্বর) তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রাজনীতির মাঠে প্রধান বিরোধী জোট বিএনপিকে নিয়ে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট গতকাল সোমবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে তফসিল পেছানোর দাবি জানায়।
কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু না জানালেও আজ মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেন, তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। তবে সব রাজনৈতিক দল এক হলে নির্বাচন পেছানো যেতে পারে।




Discussion about this post