নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জামায়াতের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত হলেন- সদর উপজেলার দরুন বালি গ্রামের মৃত মাহফিজ উদ্দিনের ছেলে জামায়াতের সক্রিয় কর্মী অছিম উদ্দিন ও মো. শহিদুল্লাহর ছেলে এহতেসামুল।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের দরুন বালি গ্রাম থেকে আটক করা হয়।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে অছিম উদ্দিন ও এহতেসামুলকে গ্রেফতার করা হয়।
এহতেসামুল জেলা ছাত্র শিবিরের সাবেক নেতা। সম্প্রতি তিনি জামায়াতে যোগ দিয়েছেন বলেও জানায় পুলিশ।




Discussion about this post